মাউথওয়াশ একটি ওষুধসমৃদ্ধ এন্টিসেপটিক দ্রবণ, যা কুলি করার জন্য ব্যবহৃত হয়। মুখ ও মুখগহ্বরের সংক্রমণ রোধে মাউথওয়াশ ব্যবহার করা যেতে পারে। দাঁত ব্রাশ করা যখন সম্ভব হয় না তখন এটি ব্যবহার করা যায়। অপারেশনের পর যখন কোনো রোগী পূর্ণ বিশ্রামে থাকেন, সে সময় মাউথওয়াশ দাঁত ব্রাশের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। এন্টিসেপটিক বা অ্যান্টিপ্ল্যাক মাউথওয়াশ মুখের সেসব জীবাণু ধ্বংস করে যার কারণে মুখের ভেতরে প্ল্যাক, মাড়ির প্রদাহ বা মুখের দুর্গন্ধ হতে পারে। এন্টিক্যাভিটি মাউথওয়াশ সাধারণত ফ্লোরাইড সমৃদ্ধ হয়ে...

